₹200-র কম খরচে 100 দিন ভ্যালিডিটি, দিনে 2GB ডেটা দিচ্ছে BSNL
প্রতিযোগীদের টেক্কা দিতে নিয়মিত নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)।
২০০ টাকার কম খরচের এই প্ল্যান রিচার্জ করে প্রতিদিন ২GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে গুচ্ছের সুবিধা। কোন প্ল্যানে দুর্দান্ত এই সুবিধা পাওয়া যাচ্ছে? দেখে নিন।
BSNL প্রিপেড Rechage প্ল্যান!!
197 টাকা রিচার্জে BSNL প্রিপেড গ্রাহকরা এই সুবিধা পাবেন। এই প্ল্যান রিচার্জ করলে মিলবে 100 দিন ভ্যালিডিটি। প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। দৈনিক ডেটার সীমা অতিক্রান্ত হলে স্পিড কমে 80 kbps হবে। যদিও আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার চালিয়ে যাওয়া যাবে। এর সঙ্গেই থাকছে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS ব্যবহারের সুযোগ। রিচার্জের পর প্রথম 18 দিন এই সুবিধা পাওয়া যাবে।
ওপর দিকে 153 টাকা রিচার্জে প্রতিদিন 1GB ডেটার সঙ্গে 28 দিন ভ্যালিডিটি দিচ্ছে BSNL। এই প্ল্যানে দৈনিক ডেটার সীমা শেষ হলে স্পিড কমে 40 kbps হয়ে যাবে। এছাড়াও এই রিচার্জে গ্রাহকরা আনলিমিটেড কল করার সুযোগ পাবেন।
₹200-র কম খরচে 100 দিন ভ্যালিডিটি, দিনে 2GB ডেটা দিচ্ছে BSNL
প্রতিযোগীদের টেক্কা দিতে নিয়মিত নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)।
২০০ টাকার কম খরচের এই প্ল্যান রিচার্জ করে প্রতিদিন ২GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে গুচ্ছের সুবিধা। কোন প্ল্যানে দুর্দান্ত এই সুবিধা পাওয়া যাচ্ছে? দেখে নিন।
BSNL প্রিপেড Rechage প্ল্যান!!
197 টাকা রিচার্জে BSNL প্রিপেড গ্রাহকরা এই সুবিধা পাবেন। এই প্ল্যান রিচার্জ করলে মিলবে 100 দিন ভ্যালিডিটি। প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। দৈনিক ডেটার সীমা অতিক্রান্ত হলে স্পিড কমে 80 kbps হবে। যদিও আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার চালিয়ে যাওয়া যাবে। এর সঙ্গেই থাকছে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS ব্যবহারের সুযোগ। রিচার্জের পর প্রথম 18 দিন এই সুবিধা পাওয়া যাবে।
ওপর দিকে 153 টাকা রিচার্জে প্রতিদিন 1GB ডেটার সঙ্গে 28 দিন ভ্যালিডিটি দিচ্ছে BSNL। এই প্ল্যানে দৈনিক ডেটার সীমা শেষ হলে স্পিড কমে 40 kbps হয়ে যাবে। এছাড়াও এই রিচার্জে গ্রাহকরা আনলিমিটেড কল করার সুযোগ পাবেন।