মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 6 Part 7 পরিবেশ ও বিজ্ঞান Answer pdf Download
১. ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :
১.১ পেট্রোলিয়াম সম্বন্ধে যে কথাটা ঠিক নয় তা হলাে –
(ক) পেট্রোলিয়াম এক ধরনের জীবাশ্ম জ্বালানি (খ) পাললিক শিলাস্তরের নীচে পেট্রোলিয়াম জমা হয় (গ) পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয় (ঘ) পেট্রোলিয়াম থেকে নানা ধরনের তরল জ্বালানি তৈরি করা হয়।
উত্তর: (গ) পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়
১.২ যেটা SI একক নয় সেটা হলাে – (ক) কিলােগ্রাম (খ) মিটার (গ) সেকেন্ড (ঘ) ইঞ্চি।
উত্তর: (ঘ) ইঞ্চি
১.৩ সারা শরীর থেকে উর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে পৌঁছােয় সেটি হলাে – (ক) ডান নিলয় (খ) বাম নিলয় (গ) ডান অলিন্দ (ঘ) বাম অলিন্দ।
উত্তর: (গ) ডান অলিন্দ
২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে :
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
২.১ ইলেকট্রিক ইস্ত্রি | ক) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা |
২.২ তাপ বিদ্যুৎ কেন্দ্র | খ) তড়িৎশক্তি থেকে তাপশক্তি |
২.৩ অণুচক্রিকা | গ) তাপশক্তি থেকে তড়িৎশক্তি |
ঘ) রােগ প্রতিরােধে সাহায্য করা |
উত্তর:
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
২.১ ইলেকট্রিক ইস্ত্রি | খ) তড়িৎশক্তি থেকে তাপশক্তি |
২.২ তাপ বিদ্যুৎ কেন্দ্র | গ) তাপশক্তি থেকে তড়িৎশক্তি |
২.৩ অণুচক্রিকা | ক) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা |
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ কোনাে ধাতুর আকরিক বলতে কী বােঝায় তা ব্যাখ্যা করাে।
উত্তর: প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি-মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়। এদের ধাতুর খনিজ বলে। খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেবার পদ্ধতিকে বলে ধাতু নিষ্কাশন। যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বলা হয়।
৩.২ খাদ্য পিরামিডের এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় তার বেশিরভাগ খাদক প্রাণীদের দেহে সঞ্চিত থাকে না। তাহলে শক্তির বেশিরভাগ কোথায় যায়?
উত্তর: বিভিন্নভাবে সেই শক্তির ক্ষয় হয় –
(i)এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটা অংশ নানান শারীর বৃত্তীয় কাজে খরচ হয়, সেই অংশটুকু আর পরের স্তরে পৌঁছাতে পারে না।
(ii)পুষ্টিস্তরের অন্তর্গত জীবেরা মরে যায়। মরার পর পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টিস্তরের জীবরা ওই শক্তি ব্যবহার করতে পারে না।
৩.৩ জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে কী কী ব্যবস্থা আছে?
উত্তর: আমাদের শরীরে জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য ব্যবস্থা আছে। মুখগহ্বরের লালায় উপস্থিত লাইসজাইম, পাকস্থলিতে উপস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি ওই জীবাণুদের ধ্বংস করতে সাহায্য করে।
৩.৪ “মানবদেহে নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে” – কারণগুলি কী কী?
উত্তর: নিম্নলিখিত বিভিন্ন কারণে মানবদেহে অস্বাভাবিক বিকাশ
ঘটতে পারে –
(i) যথেষ্ট খাবার না খাওয়া বা পাওয়া,
(ii) প্রয়ােজনের তুলনায় বেশি খাওয়া,
(ii) কোনাে রােগের কারনে বা,
(iv) বংশগত অস্বাভাবিকতার কারনে।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ খাতার পৃষ্ঠার মতাে দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফু দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে। বারনৌলির নীতি থেকে এর ব্যাখ্যা দাও।
উত্তর: বারনৌলির নীতি অনুসারে কোনাে গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই গ্যাস বা তরলের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়।
খাতার পৃষ্ঠার মতাে দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে মাঝখানে জোরে ফু দিলে কাগজদুটির মধ্য দিয়ে ফু-এর ধরে মাঝখানে জোরে ফুঁ দিলে কাগজদুটির মধ্য দিয়ে ফুঁ-এর বায়ু যখন বেগে প্রবাহিত হচ্ছে তখন ওই জায়গার বায়ুর চাপ কমে যাচ্ছে। ফলে কাগজের দুই পাশের বায়ু কাগজ দুটোর উপর লম্বভাবে যে চাপ দেয় তা ভেতরে ফুঁ-এর জায়গার বায়ুর চাপের থেকে বেশি।তাই কাগজ দুটো খুব কাছাকাছি এসে জোড়া লেগে যায়।
৪.২ অস্থির কাজ কী কী?
উত্তর: অস্থির কাজগুলি হলাে –
(i) দেহের কাঠামাে তৈরীতে সাহায্য করে।
(ii) দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গকে (ফুসফুস) রক্ষা করে।
(ii) দেহকে নির্দিষ্ট আকার প্রদান করে।
(iv) দেহের সকল অঙ্গের ভার বহন করে এবং চলনে সাহায্য করে।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 6 Part 7 পরিবেশ ও বিজ্ঞান Answer pdf Download
১. ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :
১.১ পেট্রোলিয়াম সম্বন্ধে যে কথাটা ঠিক নয় তা হলাে –
(ক) পেট্রোলিয়াম এক ধরনের জীবাশ্ম জ্বালানি (খ) পাললিক শিলাস্তরের নীচে পেট্রোলিয়াম জমা হয় (গ) পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয় (ঘ) পেট্রোলিয়াম থেকে নানা ধরনের তরল জ্বালানি তৈরি করা হয়।
উত্তর: (গ) পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়
১.২ যেটা SI একক নয় সেটা হলাে – (ক) কিলােগ্রাম (খ) মিটার (গ) সেকেন্ড (ঘ) ইঞ্চি।
উত্তর: (ঘ) ইঞ্চি
১.৩ সারা শরীর থেকে উর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে পৌঁছােয় সেটি হলাে – (ক) ডান নিলয় (খ) বাম নিলয় (গ) ডান অলিন্দ (ঘ) বাম অলিন্দ।
উত্তর: (গ) ডান অলিন্দ
২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে :
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
২.১ ইলেকট্রিক ইস্ত্রি | ক) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা |
২.২ তাপ বিদ্যুৎ কেন্দ্র | খ) তড়িৎশক্তি থেকে তাপশক্তি |
২.৩ অণুচক্রিকা | গ) তাপশক্তি থেকে তড়িৎশক্তি |
ঘ) রােগ প্রতিরােধে সাহায্য করা |
উত্তর:
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
২.১ ইলেকট্রিক ইস্ত্রি | খ) তড়িৎশক্তি থেকে তাপশক্তি |
২.২ তাপ বিদ্যুৎ কেন্দ্র | গ) তাপশক্তি থেকে তড়িৎশক্তি |
২.৩ অণুচক্রিকা | ক) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা |
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ কোনাে ধাতুর আকরিক বলতে কী বােঝায় তা ব্যাখ্যা করাে।
উত্তর: প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি-মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়। এদের ধাতুর খনিজ বলে। খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেবার পদ্ধতিকে বলে ধাতু নিষ্কাশন। যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বলা হয়।
৩.২ খাদ্য পিরামিডের এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় তার বেশিরভাগ খাদক প্রাণীদের দেহে সঞ্চিত থাকে না। তাহলে শক্তির বেশিরভাগ কোথায় যায়?
উত্তর: বিভিন্নভাবে সেই শক্তির ক্ষয় হয় –
(i)এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটা অংশ নানান শারীর বৃত্তীয় কাজে খরচ হয়, সেই অংশটুকু আর পরের স্তরে পৌঁছাতে পারে না।
(ii)পুষ্টিস্তরের অন্তর্গত জীবেরা মরে যায়। মরার পর পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টিস্তরের জীবরা ওই শক্তি ব্যবহার করতে পারে না।
৩.৩ জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে কী কী ব্যবস্থা আছে?
উত্তর: আমাদের শরীরে জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য ব্যবস্থা আছে। মুখগহ্বরের লালায় উপস্থিত লাইসজাইম, পাকস্থলিতে উপস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি ওই জীবাণুদের ধ্বংস করতে সাহায্য করে।
৩.৪ “মানবদেহে নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে” – কারণগুলি কী কী?
উত্তর: নিম্নলিখিত বিভিন্ন কারণে মানবদেহে অস্বাভাবিক বিকাশ
ঘটতে পারে –
(i) যথেষ্ট খাবার না খাওয়া বা পাওয়া,
(ii) প্রয়ােজনের তুলনায় বেশি খাওয়া,
(ii) কোনাে রােগের কারনে বা,
(iv) বংশগত অস্বাভাবিকতার কারনে।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ খাতার পৃষ্ঠার মতাে দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফু দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে। বারনৌলির নীতি থেকে এর ব্যাখ্যা দাও।
উত্তর: বারনৌলির নীতি অনুসারে কোনাে গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই গ্যাস বা তরলের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়।
খাতার পৃষ্ঠার মতাে দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে মাঝখানে জোরে ফু দিলে কাগজদুটির মধ্য দিয়ে ফু-এর ধরে মাঝখানে জোরে ফুঁ দিলে কাগজদুটির মধ্য দিয়ে ফুঁ-এর বায়ু যখন বেগে প্রবাহিত হচ্ছে তখন ওই জায়গার বায়ুর চাপ কমে যাচ্ছে। ফলে কাগজের দুই পাশের বায়ু কাগজ দুটোর উপর লম্বভাবে যে চাপ দেয় তা ভেতরে ফুঁ-এর জায়গার বায়ুর চাপের থেকে বেশি।তাই কাগজ দুটো খুব কাছাকাছি এসে জোড়া লেগে যায়।
৪.২ অস্থির কাজ কী কী?
উত্তর: অস্থির কাজগুলি হলাে –
(i) দেহের কাঠামাে তৈরীতে সাহায্য করে।
(ii) দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গকে (ফুসফুস) রক্ষা করে।
(ii) দেহকে নির্দিষ্ট আকার প্রদান করে।
(iv) দেহের সকল অঙ্গের ভার বহন করে এবং চলনে সাহায্য করে।