মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Answer pdf Download

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Answer pdf Download


মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Answer pdf Download

১। শূন্যস্থান পূরণ করো :  ১ × ৬ = ৬

(ক) আগুন

আগুন যে কোনো স্থানেই আগুন লাগলে

ভীতির  সৃষ্টি করে,

দাউ দাউ জ্বলে আগুনের শিখা

থাকা যায় না তো ঘরে।

(খ) আগুন

অযথা দৌড়াদৌড়ি না করে

নেমে এসো রাস্তায়,

নিকটবর্তী  দমকলে  যেন

খবর পৌঁছে যায়।

(গ) আগুন

গ্যাসের গন্ধ যদি নাকে আসে

হতে হবে সাবধান,

দ্রুততার সাথে বন্ধ করবে

গ্যাসেরই তো নবখান।

(ঘ) আগুন

শাড়ির আঁচলে খাবার নামালে

বিপদ হতেই পারে,

সাঁড়াশিটা কাছে রাখতেই হবে

ঠিকমতো ব্যবহারে।


ঙ) আগুন

গ্যাসের গন্ধ পেলেই দরজা

জানালাটা দাও খুলে,

জ্বলন্ত স্টোভে কেরোসিন যেন

ঢালবে না কেউ ভুলে।

(চ) আগুন

হুকিং করাটা বড়ো  অপরাধ

তেমনি ভয়ঙ্কর,

অসাবধানেতে আগুন লাগলে

পুড়ে যাবে বাড়িঘর।

২। নীচের ছবিগুলি শনাক্ত করে ছবির বক্তব্য কয়েকটি বাক্যে বর্ণনা করো।  ৩ x ৩ = ৯

image 5

উত্তরঃ    


(ক) উত্তর: চিত্রটিতে গ্যাসের গন্ধ নাকে আসছে এবং গ্যাসের উনুনটি জ্বলন্ত অবস্থায় রয়েছে । এক্ষেত্রে সর্বপ্রথমে দেখতে হবে যে গ্যাসের নব বন্ধ রয়েছে কিনা। যদি বন্ধ না থাকে তবে দ্রুত বন্ধ করতে হবে । এছাড়া যদি সন্দেহ হয় যে গ্যাসের পাইপ থেকে গ্যাস লিক করছে তবে তৎক্ষণাৎ গ্যাস সরবরাহকারী সংস্থাকে খবর দিতে হবে ।


(খ) উত্তর: এই চিত্রটিতে জ্বলন্ত স্টোভে কেরোসিন তেল ঢালা হচ্ছে । এটি কখনই করা উচিত নয় । এতে আগুন লেগে গিয়ে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । স্টোভে তেল ঢালার সময় সর্বদা স্টোভ বন্ধ করে তবেই তেল ঢালতে হবে ।


(গ) এই চিত্রটিতে এক ব্যক্তি ঘরে মোমবাতি জ্বালিয়ে ঘুমোচ্ছে । যে কোনো সময় মোমবাতিটি উল্টে গিয়ে ঘরে আগুন লেগে যেতে পারে । এছাড়া মোমবাতি ঘরে জ্বলতে থাকলে বিষাক্ত কার্বন-মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় যার ফলে শ্বাসকষ্ট হতে পারে এমনকি ব্যক্তিটির প্রাণহানি পর্যন্ত হতে পারে।

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 বাংলা Answer pdf Download

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 ইংরেজি Answer pdf Download

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 অংক  Answer pdf Download

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Answer pdf Download

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 আমাদের পরিবেশ Answer pdf Download

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 Answer pdf Download

إرسال تعليق