মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 বাংলা Answer pdf Download

 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 বাংলা Answer Pdf

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 বাংলা Answer Pdf
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২ x ৫ = ১০

১. “অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছল।“ -কাদের কথা বলা হয়েছে? তারা ভগবানের প্রাসাদে গিয়েছিল কেন ?

উত্তরঃ  ‘পাহাড়িয়া বর্ষার সুরে’ রচনাংশে ব্যাঙ, মৌমাছি, মোরগ ও বাঘের কথা বলা হয়েছে।

খরায় পৃথিবীর মানুষ, পশু-পাখি, গাছপালা সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল। তাই তারা ভগবানের প্রাসাদে গিয়েছিল, ভগবানের কাছে নালিশ জানিয়ে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচাতে।

১.২ ‘আমার যেন লাগল ভারী ভালো’- কোন দৃশ্য কথকের ভারী ভালো লেগেছে ?

উত্তরঃ  মৈত্রেয়ী দেবীর “ঝড়” কবিতায় সেদিন দুপুরবেলা কথকের মাঠে খেলার সময় হঠাৎ

ঝড় উঠলো। দেখতে দেখতে অন্ধকারে চারিদিক ঢেকে গেল। বকুল তালা, চাঁপাবন ও নদীর জল কালো হয়ে উঠলো। এই দৃশ্য কথকের ভারী ভালো লেগেছে।

১.৩ ‘লোকে বলে, মন্ত্র জানা চাই।”- কীসের মন্ত্র। ‘মধু আনতে বাঘের মুখে’ রচনাংশে ‘মন্ত্র’ জানা লোকটির নাম কী ?

উত্তরঃ শিবশঙ্কর মিত্রের ‘মধু আনতে বাঘের মুখে’ নামক গল্পের উদ্ধৃতাংশে মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্রের কথা বলা হয়েছে।

‘মধু আনতে বাঘের মুখে’ গল্পে মন্ত্র জানা লোকটির নাম ধনাই ।

১.৪ “মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ।” -কী দেখে কবির এমন মনে হতো ?

উত্তরঃ কবি অশোক বিজয় রাহা ‘মায়াতরু’  কবিতায় একটি অদ্ভুত গাছের বর্ণনা দিয়েছেন। এক পশলা বৃষ্টির পর আকাশে চাঁদ উঠলে গাছটি, যে মায়াবী রূপ ধারণ করতো, তা দেখে কবির মনে হতো যেন, ‘মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ।’

১.৫ ‘কান্নায় ভেঙে পড়ল ছোট্ট ফণীমনসা গাছ।‘– ছোট্ট ফণীমনসা গাছ কান্নায় ভেঙে পড়ল কেন ?

উত্তরঃ  বাঁৱু চট্টোপাধ্যায়ের “ফণীমনসা ও বনের পরি” নামক নাটকে ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে ফণীমনসা গাছটিকে একে বারে ন্যাড়া করে রেখে যায়। এই পরিস্থিতিতে ছোট্ট ফাণীমনসা গাছটি কান্নায় ভেঙে পড়ে।

২. নীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও :  ১ x ৩ = ৩

২.১ নীচের বাক্যগুলিতে স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলিকে পুনরায় লেখো :

২.১.১ গিন্নি-মায়ের আদেশে সকলে একসঙ্গে চলল।

উত্তরঃ কর্তা-মহাশয়ের আদেশে সকলে একসঙ্গে চলল।

২.১.২ তীর্থর দিদি কলেজের অধ্যাপিকা।

উত্তরঃ তীর্থর দাদা কলেজের অধ্যাপক।

২.১.৩ পাঠিকাদের সমাগমে লেখিকা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন।

উত্তরঃ পাঠকদের সমাগমে লেখক একে একে সব প্রশ্নের উত্তর দিলেন।

২.২ লিঙ্গ পরিবর্তন করো : (পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ)  ১ x ২ = ২

২.২.১ কবি  :-  উত্তরঃ মহিলা কবি

২.২.২ গুণবান  :- উত্তরঃ গুণবতী


মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 বাংলা Answer pdf Download

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 ইংরেজি Answer pdf Download

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 অংক  Answer pdf Download

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Answer pdf Download

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 আমাদের পরিবেশ Answer pdf Download

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 7 Answer pdf Download



একটি মন্তব্য পোস্ট করুন